পঞ্চায়েতের প্রতিকার
এককথায় বলতে আপনার কোনো যদি অভিযোগ থাকে ( পঞ্চায়েত যে সকল পরিষেবা প্রদান করে ও যে সকল স্কীম রুপায়ন করে) আপনার এলাকা সমন্ধে, তাইলে আপনি অভিযোগ জানাতে পারেন। এখন দেখা যাক কিভাবে করবেন অভিযোগ : ১) https://www.grm.wbprd.gov.in/ ওয়েবসাইটটি আপনাকে সরাসরি official পেজ এ নিয়ে যাবে। ২) ক্লিক করুন for citizen section এর Register your grievance বোতাম এ। ৩) এবার আপনার নাম, মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। ৪)এর পর এটা আপনাকে direct নিয়ে যাবে অন্য এক page এ। ৫)এর পর আপনার রেজিষ্টার মোবাইল নম্বর এ চার ডিজিট এর একটি OTP আসবে যা দিয়ে আপনাকে login করতে হবে। ব্যস এবার আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন