জন্ম-মৃত্যু ওয়েবসাইটে জন্ম সার্টিফিকেট এর জন্য কিভাবে আবেদন করবেন ?
আপনারা প্রত্যেকে হয়তো অবগত আছেন crsorgi.gov.in ওয়েবসাইটে কোনো জন্ম ও মৃত্যু সার্টিফিকেট এখন তৈরী হয় না। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এর স্বাস্থ্য মন্ত্রক দ্বারা নতুন ওয়েবসাইট তৈরী করা হয়েছে , তা হলো https://janma-mrityutathya.wb.gov.in/ এখন সব জন্ম মৃত্যু সার্টিফিকেট এই ওয়েবসাইট দ্বারা তৈরী হয়। এখন দেখা যাক এই ওয়েবসাইটে জন্ম মৃত্যু সার্টিফিকেট কিভাবে তৈরী হয় ১) https://janma-mrityutathya.wb.gov.in/ এই লিঙ্ক এ ক্লিক করলে আপনি চলে যাবেন পশ্চিমবঙ্গ সরকার এর স্বাস্থ্য মন্ত্রক দ্বারা নতুন ওয়েবসাইট এ ২) সেইখানে দেখতে পাবেন একদম ডান দিকে citizen services বলে ড্রপ ডাউন মেনু সেখানে ক্লিক করে birth এর ড্রপ ডাউন মেনু থেকে apply for new registration অপশন। https://janma-mrityutathya.wb.gov.in/# ---> citizen services --> birth--> apply for new registration ৩)তারপর আপনাকে একটি রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিতে হবে এবং get otp তে ক্লিক করলে রেজিস্ট্রেশন মোবাইলে এ একটি otp আসবে তারপর otp দিলে আপনার কাছে একটি birth এর ফর্ম খুলে যাবে। সেটি কে...
Comments
Post a Comment