Posts

Showing posts from July, 2021

কিভাবে COVID-19 ভ্যাকসিন বুক করবেন খুব সহজে I How to book COVID-19 vaccine very easily

১) https://selfregistration.cowin.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে sign in করুন।  (cowin পোর্টালে কিভাবে নাম রেজিস্টার করতে হয় তার জন্য এই youtube ভিডিও টি দেখুন How to register yourself or your family member in cowin.gov.in portal for COVID-19 vaccine   ২) যার জন্য ভ্যাকসিন বুক করবেন তার নামের পাশে schedule বোতামে ক্লিক করুন।  ৩) এবার নিজের state ও district select করুন  আপনার district এর অন্তর্গত সব ভ্যাকসিন সেন্টার দেখাবে, আপনি এইখানে age group filter করতে পারেন।  যে ভ্যাকসিন সেন্টারের সামনে সবুজ চিহ্ন থাকবে সেই গুলো available বুক করার জন্য।  ৪) এবার তারিখ অনুসারে সবুজ বোতামে ক্লিক করে select time slot এর যেকোনো একটি টাইম এ ক্লিক করে confirm করুন।  এটা করলেই আপনার নাম COVID-19 ভ্যাকসিন এর জন্য বুক হয়ে যাবে এবং আপনার রেজিস্টার মোবাইল নম্বরে conformation একটি SMS চলে আসবে।  কিন্তু ভ্যাকসিন shortage এর জন্য slot পাওয়া খুব মুশকিল, তাই ছোট্ট একটা tricks এর মাধ্যমে আপনিও ভ্যাকসিন বুক করতে পারবেন খুব সহজে  ১) আপনার মোবাইলে ...

How to register yourself or family member in cowin.gov.in portal for COVID-19 vaccine | COVID-19 ভাইরাসের ভ্যাকসিন নিতে CO-WIN পোর্টালে নাম রেজিস্টার কিভাবে করবেন ?

1) Go to any mobile or computer browser and type SEARCH TAB www.cowin.gov.in 2) Then click on REGISTER / SIGN IN button 3) Click on the GET OTP button with your mobile number 4) VERIFY & PROCEED with an OTP to your register number 5) Click on ADD MEMBER button Click on ADD button with Aadhaar number, name, year of birth After that your name will be registered in the CO-WIN portal If you have trouble registering, you can watch the YOUTUBE video below Click to watch the video ১) মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার-এ গিয়ে SEARCH TAB লিখুন www.cowin.gov.in ২)তারপর ক্লিক করুন REGISTER/SIGN IN বোতামে ৩)আপনার মোবাইল নম্বর দিয়ে GET OTP বোতামে ক্লিক করুন  ৪)আপনার রেজিস্টার নম্বরে একটি OTP যাবে তা দিয়ে VERIFY & PROCEED করুন  ৫)ADD  MEMBER বোতামে ক্লিক করে আধার নম্বর , নাম, জন্ম সাল দিয়ে ADD বোতামে ক্লিক করুন এর পর আপনার নাম CO-WIN পোর্টালে রেজিস্টার হয়ে যাবে  রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে নিচের YOUTUBE ভিডিওটি দেখতে পারেন  ক্লিক করুন ভিডিও দেখার জন্য