ভোটার তালিকায় নাম তুলতে চান ?
online এ ভোটার লিস্টে নাম তোলার জন্য নিম্নলিখিত step গুলো follow করুন
তার আগে কিছু গুরুত্ব পূর্ণ তথ্য জেনে নিন -
** ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনার বয়স অব্যশই ১৮ বছরের উর্দ্ধে হতে হবে।
** আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।
**নতুন করে নাম তুলার জন্য আপনাকে ফর্ম ৬ fill up করতে হবে
***(তবে আপনার যদি আগেই ভোটার তালিকায় নাম থাকে তাইলে এবং আপনি এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় আসতে চান তাইলেও আপনাকে ফর্ম ৬ fill up করতে হবে। )
**ফর্ম ৬ fill up করার জন্য আপনার Recent Passport Size photo , Age Proof, Citizenship proof ও Residential Proof লাগবে।
**Age Proof হিসাবে আপনি স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট, জন্ম সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট দিতে পারেন।
**Citizenship proof হিসাবে আপনি আপনার বাবা, মা ভোটার কার্ড দিতে পারেন।
** Residential Proof হিসাবে আপনি রেশন কার্ড , আধার কার্ড ইত্যাদি দিতে পারেন।
আসুন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে apply করতে পারি ----
১.https://www.nvsp.in/ এই লিংকে ক্লিক করুন যা আপনাকে National Voter service Portal ওয়েবসাইটে এ নিয়ে যাবে।
২. ক্লিক করুন ফর্ম ৬ button এ
৩.এরপর আপনি আপনার state, জেলা, বিধানসভার নাম ও নিজস্ব তথ্যাদি দিয়ে ফর্মটি fill up করে submit button এ ক্লিক করুন।
Comments
Post a Comment