বাড়িতে বসে রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নম্বর যোগ কিভাবে করবেন ?

এখন থেকে রেশন নিতে গেলে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর ও আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। 

এখন দেখে নেওয়া যাক রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নম্বর যোগ কিভাবে করবেন :

১) আধার ও রেশন কার্ড লিংক এই লিঙ্কে ক্লিক করে আপনি FOOD & SUPPLIES DEPARTMENT, GOVT OF WEST BENGAL official ওয়েবসাইটে চলে যাবেন। 

২) Select Ration Card Category থেকে আপনি আপনার রেশন কার্ডের Category অর্থাৎ AAY /SPHH /PHH /RKSY-I/RKSY-II select করুন। 

৩) এবার Enter Ration Card Number থেকে আপনার রেশন কার্ড নম্বর দিন। তারপর Search বোতামে ক্লিক করুন 

দেখবেন আপনার রেশন কার্ড এর যাবতীয় তথ্য চলে আসবে এবং শেষ column এ AADHAR LINKING STATUS দেখাবে। 

যদি আপনার রেশন কার্ড লিংক থাকে তাহলে Aadhar is linked দেখাবে। যদি আপনার রেশন কার্ড লিংক না থাকে তাহলে Aadhar is not linked yet দেখাবে।

৪) এবার আপনাকে রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করানোর জন্য   Link aadhar and mobile number পাশে বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে একটি বক্স খুলে যাবে যেখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর দিয়ে SEND OTP বোতামে ক্লিক করতে হবে। 

সাথে সাথে আপনার আধার কার্ড এর সাথে  থাকা মোবাইল নম্বরে একটি OTP যাবে তা ENTER OTP বক্সে দিয়ে SUMIT বোতামে ক্লিক করতে হবে। 

৫) এবার নিজের details verify করে confirm বোতামে ক্লিক করলে আপনার আধার কার্ড এর সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে। 

যদি আপনার নাম এর বানান রেশন ও আধার কার্ডে এক থাকে তাহলে তা সাথে সাথে হয়ে যাবে কিন্তু আলাদা থাকলে তা ফুড সাপ্লাই অফিসারের কাছে যাবে ভেরিফাই করার জন্য। 

একই ভাৱে Seed Mobile Number বক্স এ ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করা যাবে। 

তবে আপনার আধার কার্ড এর সাথে মোবাইল নম্বর যোগ থাকলে তবে তা আপনি করতে পারবেন , নইলে আপনাকে আপনার রেশন দোকান, ফুড সাপ্লাই অফিস অথবা নিকটবর্তী BSK (বাংলার সহায়তা কেন্দ্র ) গিয়ে যোগাযোগ করতে হবে আপনার রেশন কার্ড ও আঁধার কার্ড নিয়ে। 


FOOD AND SUPPLIES, GOVT. OF WEST BENGAL

FOOD AND SUPPLIES, GOVT. OF WEST BENGAL

Comments

Popular posts from this blog

জন্ম-মৃত্যু ওয়েবসাইটে জন্ম সার্টিফিকেট এর জন্য কিভাবে আবেদন করবেন ?

Generate a Birth Certificate